নিজস্ব প্রতিবেদক :
স্বীকৃত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেছিলেন শিক্ষকরা। তবে রাজধানীর পল্টন মোড়ে গিয়ে পুলিশ তাদের অগ্রযাত্রা থামিয়ে দেয়।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে ‘নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদ’-এর ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চলাকালীন শিক্ষকরা সচিবালয়ের উদ্দেশে রওনা দেন। প্রেস ক্লাবের পাশের সড়ক দিয়ে এগোতেই পুলিশ তাদের আটকে দেয়। এ সময় পুলিশ ও শিক্ষকরা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে থাকেন।
পরিষদের সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মুনিমুল হক দুপুর সোয়া ২টার দিকে সাংবাদিকদের বলেন, “আমরা আপাতত এখানেই অবস্থান করছি। পুলিশ আমাদের অবস্থানস্থলে ফিরে যেতে বলেছে। কিছুক্ষণ পর আমরা অবস্থান কর্মসূচিতে ফিরে গিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।”
তিনি আরও বলেন, “সরকারকে এমপিও নীতিমালা ও পরিপত্রের বৈষম্য দূর করে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্ত করতে হবে। তা না হলে আমরা আন্দোলনের মধ্য দিয়েই দাবি আদায় করব।” উল্লেখ্য, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা দীর্ঘদিন ধরে সরকারি বেতন কাঠামোর আওতায় আসার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।