জেডটিভি বাংলা ডেস্ক:
করপোরেট জগত ও নারী ক্রীড়া সংগঠক হিসেবে দীর্ঘ পরিচিতি থাকা রুবাবা দৌলাকে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবির পরিচালক হিসেবে মনোনীত করেছে। আজ (৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন ঘোষণা করা হয়।
এনএসসি বিসিবিতে সর্বোচ্চ দুজন পরিচালক মনোনয়ন দিতে পারে। বর্তমানে একজন পরিচালক ছিলেন ইসফাক আহসনা, যিনি গত মাসে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার কারণে পদত্যাগ করেন। সেই শূন্যপদে মনোনয়ন পেয়েছেন রুবাবা দৌলা। আজই বিসিবি সভায় তিনি পরিচালক পদ গ্রহণ করবেন।
এবার রুবাবা দৌলা হচ্ছেন বিসিবির দ্বিতীয় নারী পরিচালক, যিনি আগেরবার ২০০৭-০৮ সালে দেড় বছর দায়িত্ব পালন করা মনোয়ারা আনিস মিনু-র পর আসছেন। ধারণা করা হচ্ছে, তিনি বিসিবির নারী উইং-এর দায়িত্ব পালন করবেন।
রুবাবা দৌলার প্রোফাইল
দৌলার করপোরেট ও ক্রীড়া সংগঠন জীবনের ইতিহাস দীর্ঘ। বর্তমানে তিনি ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর। তার আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেল-এর মতো সংস্থায় উচ্চপদে দায়িত্ব পালন করেছেন।
গ্রামীণফোনে থাকাকালীন তিনি প্রতিষ্ঠানটির প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা ছিলেন। সেই সময় (১৯৯৮–২০০৯) দেশের ক্রিকেট অঙ্গনে প্রতিষ্ঠানটির প্রতিনিধি হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। ২০০৭ সালে তিনি ও বিসিবি যৌথ উদ্যোগে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
দৌলা ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিনটন ফেডারেশনের সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়া বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন।
রুবাবা দৌলার এই মনোনয়নকে বিসিবির নারী উইং শক্তিশালী করার পাশাপাশি করপোরেট অভিজ্ঞতার সঙ্গে ক্রীড়াজগতের সমন্বয় বাড়ানোর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।