বিনোদন ডেস্ক :
বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের জন্মদিন মানেই তার ভক্তদের উৎসব। প্রতিবছরের মতো এবারও হাজারো অনুরাগী ভোর থেকেই জড়ো হয়েছিলেন মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত তার বাড়ি ‘মান্নাত’-এর সামনে। কিন্তু এবছর প্রত্যাশিত সেই মুহূর্ত—বারান্দায় এসে শাহরুখের হাত নাড়ার দৃশ্য—দেখা মেলেনি। গত সোমবার (২ নভেম্বর) ৬০ বছরে পা দিয়েছেন কিং খান। কিন্তু এবার জন্মদিনের সকালে তিনি ছিলেন পরিবারের সঙ্গে আলিবাগে, দূরে মুম্বাইয়ের কোলাহল থেকে। ফলে, জন্মদিনে ভক্তদের সঙ্গে সামনাসামনি দেখা করা সম্ভব হয়নি তার।
এই অনুপস্থিতির জন্য নিজের এক্স (X) অ্যাকাউন্টে ভক্তদের কাছে ক্ষমা চেয়ে শাহরুখ লিখেছেন, “কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করা যাবে না। ভিড় নিয়ন্ত্রণে সমস্যা হতে পারে, তাই সবার নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “আমি সত্যিই দুঃখিত। আশা করি, আপনারা বিষয়টি বুঝবেন। বিশ্বাস করুন, আপনাদের দেখা পাওয়াকে আমি আপনাদের চেয়েও বেশি মিস করছি।”
শেষে কিং খান ভক্তদের প্রতি ভালোবাসা জানিয়ে লিখেছেন, “আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম আপনাদের সঙ্গে দেখা করে এই ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য। সবাইকে অনেক ভালোবাসা।”
প্রসঙ্গত, শাহরুখ খানের জন্মদিনে প্রতিবছরই ভক্তদের ঢল নামে মান্নাতের সামনে। অভিনেতার এক ঝলক দেখতে হাজারো মানুষ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন। এবছর সেই ঐতিহ্য ভাঙলেও, অনলাইনে শুভেচ্ছার বন্যায় ভেসেছে শাহরুখের জন্মদিন।