November 4, 2025, 11:42 am
Headline :

জায়েদ ভাই সব মেয়েদের ফেভারিট, নুসরাত ফারিয়া

জায়েদ ভাই সব মেয়েদের ফেভারিট, নুসরাত ফারিয়া

অনলাইন ডেস্ক:

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানা সম্মেলনে অংশগ্রহণ করেন। সেখানে তিনি সহকর্মী জায়েদ খানের প্রশংসা করতে গিয়ে তার ব্যক্তিগত ও মনখোলা দিকগুলো ফাঁস করেন।

নুসরাত ফারিয়া জায়েদ খানের প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন, জায়েদ ভাই মিষ্টি মনের মানুষ। দিন দিন তো অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন এখন। অনেক বেশি ওয়ার্কআউট-টর্কআউট করছেন।”

তিনি আরও মন্তব্য করেন যে, তাঁর মনে হয়, বাংলাদেশের সব মেয়েদেরই এখন ফেভারিট হয়ে গেছেন তিনি।

ফারিয়া বলেন, “আগে তো ছিলই, এখন অনেক ফিট হয়ে গেছেন। জায়েদ ভাইয়ের সঙ্গে কাজ করা সবসময়ই আনন্দের। তিনি এমন মনখোলা প্রাণবন্ত একটা মানুষ যে, কারো মন খারাপ থাকলেও উনার সাথে কথা বললে মন ভালো হয়ে যায়।”

কানাডা সফরের অভিজ্ঞতা স্মরণ করে নুসরাত বলেন, “উনি প্রোগ্রামে বললেন, ‘চলো মন্ট্রিয়ালে হাঁটতে হাঁটতে শুট করি।’ শুনে আমি সত্যিই খুব আগ্রহী ও খুশি হয়েছিলাম। অনেক মজা করেছি, যদিও সব ‘ফান পার্ট’ এখন দেখানো হয়নি, সেগুলো এডিট করে দেওয়া হয়েছে।

নুসরাত ফারিয়ার এই উচ্ছ্বাসপূর্ণ প্রশংসা ফেসবুক ও অনলাইন মাধ্যমে তার ভক্তদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page