নিজস্ব প্রতিবেদক:
সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, কল্যাণরাষ্ট্র গঠনের জন্য প্রবীণদের অভিজ্ঞতা ও জীবনের বাস্তবতার সঙ্গে নবীনদের সৃজনশীলতার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
শনিবার (১ নভেম্বর) রাজধানীর খিলগাঁও পল্লীমা সংসদ কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, “নবীন ও প্রবীণ আলাদা নয়; একটিই জীবন। আজকের নবীন আগামী দিনে প্রবীণ। এই মিলিত উদ্যমেই গড়ে উঠবে আগামীর কল্যাণরাষ্ট্র।” তিনি আরও উল্লেখ করেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সেবামূলক কাজ করছে। বয়স্ক ভাতা ৬১ লাখ, বিধবা ভাতা ৩৫ লাখে উন্নীত করা হয়েছে। এছাড়া প্রবীণদের জন্য দেশের বিভিন্ন স্থানে ১,০০০ ক্লাবের মাধ্যমে সামাজিক মিলনমেলা ও সৃজনশীল কার্যক্রম চালানো হচ্ছে।
উপদেষ্টা বলেন, নবীন-প্রবীণদের মিলনমেলায় অংশ নেওয়া শিশুদের সৃজনশীলতা বৃদ্ধি পাবে এবং প্রবীণরা একঘেয়েমি জীবন থেকে মুক্তি পাবে। এ ছাড়া, ডে-কেয়ার সেন্টার, হাসপাতাল চিকিৎসা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার জন্য মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আনু মুহাম্মদ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান, বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান চপলসহ অনেকে।
সূত্র: বাসস।