জেডটিভি বাংলা ডেস্ক:
তরুণদের উচ্ছ্বাস আর রাজনৈতিক উদ্দীপনায় মুখর হয়ে উঠেছিল রাজধানীর ধানমন্ডি এলাকা। ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার আহ্বান জানিয়ে রোববার (২ নভেম্বর) বিকেলে আয়োজন করা হয় ‘তারুণ্যের মিছিল’-এর।
যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ মিছিলটি বিকেল ৪টায় ধানমন্ডি আবাহনী ক্লাব মাঠের দক্ষিণ পাশ থেকে শুরু হয়ে সিটি কলেজের সামনে গিয়ে শেষ হয়। এতে ঢাকা-১০ আসনের আওতাধীন সব থানা ও ওয়ার্ডের হাজারো নেতাকর্মী অংশ নেন।
মিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
তিনি বলেন, নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে, কিন্তু তরুণ সমাজ ভোট দিতে মুখিয়ে আছে। এই দেশের তরুণরাই যেকোনো ষড়যন্ত্র মোকাবিলার শক্তি ও সাহস রাখে।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সচেতন তরুণরা গণমানুষের দল বিএনপিকেই বেছে নেবে এবং ধানের শীষের পক্ষে রায় দেবে।
মিছিল চলাকালীন ধানমন্ডির বিভিন্ন সড়কে স্লোগান, ব্যানার ও সাউন্ডবক্সে মুখর হয়ে ওঠে পরিবেশ। নেতাকর্মীদের অংশগ্রহণে এলাকা জুড়ে তৈরি হয় উৎসবমুখর তারুণ্যের আবহ।