ভোলা সংবাদদাতা :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের সম্মানের প্রতি অমর্যাদার সমতুল্য হবে যদি চুপ্পুর কাছ থেকে জুলাই সনদের সার্টিফিকেট নেওয়া হয়। তিনি বলেন, “এর চেয়ে পানিতে ডুবে মারা ভালো।” রোববার (২ নভেম্বর) ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেলা সমন্বয় সভার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, যারা জুলাই আন্দোলনের চেতনা রক্ষা করার কথা বলে, তারা এখন চুপ্পুর কাছে বায়াত নিয়ে সনদ নিতে চাইছে, যা গণতন্ত্র ও ইতিহাসের সঙ্গে প্রতারণার সামিল।
হাসনাতের মতে, জুলাই সনদের বৈধতা একমাত্র ড. মুহাম্মদ ইউনুসের অধীনে। গণঅভ্যুত্থানের মাধ্যমে দায়িত্ব নেওয়ার কারণে তার নির্দেশে সনদ প্রদান হতে হবে, কোনো প্রজ্ঞাপন বা অস্থায়ী নির্দেশ নয়। এছাড়া, সরকারের স্পষ্ট সিদ্ধান্ত প্রয়োজন। বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, যারা বলে জুলাই সনদ প্রয়োজন নেই, তারা আগামীতে ২৪ আন্দোলনেরও প্রয়োজনীয়তা নাকচ করতে চাইবে, এর নমুনা ভোলাতেই দেখা গেছে।
সভায় বৈরিস্টার আন্দালিব রহমান পার্থের নেতাকর্মীদের ওপর হামলার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, “রাজনীতিতে পেশীশক্তির ব্যবহার মারাত্মক সংকেত। আশা করি পার্থ পুনরায় ফ্যাসিবাদের বিরুদ্ধে আগের অবস্থানে ফিরে আসবেন।” সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহীন, দক্ষিণাঞ্চলীয় যুগ্ম-মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন জেলা প্রধান সমন্বয়কারী মেহেদী হাসান শরীফ, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সমন্বয়কারী মাকসুদুর রহমান।