বিনোদন ডেস্ক:
বলিউডের বাদশাহ শাহরুখ খান ৬০তম জন্মদিনে ভক্তদের দিলেন এক রাজকীয় উপহার—ঘোষণা করলেন নিজের নতুন সিনেমার নাম ‘কিং’। রোববার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে টাইটেল ভিডিও প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। ভক্তরা শাহরুখের এই নতুন অবতারে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানাচ্ছেন।
নিজের ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করে শাহরুখ লেখেন, “শত দেশে বদনাম হয়েছে আমার, দুনিয়া একটাই নাম দিয়েছে—‘কিং’। সময় এসে গেছে। দেখা হবে ২০২৬ সালে প্রেক্ষাগৃহে।”
টাইটেল ভিডিওর শুরুতেই শোনা যায় শাহরুখের সেই গভীর কণ্ঠ— “কতটা খুন করেছি, মনে নাই। ভালো লোক না খারাপ লোক, কখনো জিজ্ঞেস করিনি।” এই সংলাপেই যেন ফিরে এসেছে ‘ডন’, ‘রইস’ ও ‘জওয়ান’-এর সেই কিংবদন্তি রূপ।ফার্স্ট লুকে শাহরুখকে দেখা গেছে একদম নতুন রূপে—সাদা চুল, দাড়ি আর তীক্ষ্ণ দৃষ্টিতে ভয়ংকর অথচ স্টাইলিশ উপস্থিতি।
‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগে ‘পাঠান’ ও ‘ওয়ার’-এর মতো ব্লকবাস্টার উপহার দিয়েছেন। ছবিটিতে শাহরুখের সঙ্গে থাকতে পারেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সুহানা খান ও অভয় ভার্মা। খবরে জানা গেছে, অভিষেক বচ্চন অভিনয় করবেন প্রধান প্রতিপক্ষের ভূমিকায়, আর আরশাদ ওয়ারসি থাকবেন বিশেষ চরিত্রে। ইতিমধ্যে ছবির শুটিং শুরু হয়েছে, এবং ২০২৬ সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘কিং’।