নিজস্ব প্রতিবেদক :
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম মন্তব্য করেছেন, জাতীয় নির্বাচনের সঙ্গে বা পরে গণভোট আয়োজন করলে তা জনগণের সঙ্গে “নিরেট রাজনৈতিক প্রতারণা” হবে।
শনিবার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জুলাই পরিবর্তনের প্রতীক। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গণহত্যার বিচার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন নিশ্চিত করা।জাহিদুল ইসলাম উল্লেখ করেন, জুলাই গণহত্যার বিচার কার্যক্রম ধীরগতিতে চলছে। যদিও কিছু চমকপ্রদ উদ্যোগ দেখা গেছে, তবে এখনও রায় হয়নি। তিনি বলেন, “‘হাসিনা খুনি’ প্রমাণ করার জন্য পর্যাপ্ত তথ্য আছে, তবুও বিচারকের হাতে তথ্য আসার পরই রায় হবে, এবং শহীদ পরিবার অপেক্ষা করতে হবে।”

রাষ্ট্রীয় সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই গত এক বছরে সংস্কারের পথে বাধা সৃষ্টি করেছেন। “মধ্যবর্তী সরকারের পক্ষ থেকে কমিশনের নামে তৈরি সনদকে এখনো আইনি ভিত্তি দেওয়া সম্ভব নয়। এভাবে গণভোট আনা হলেও তা কার্যকর হবে না।”তিনি আরও যোগ করেন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পূর্ণ রাষ্ট্রীয় সংস্কারের ওপর নির্ভর করছে। তবে কিছু উপদেষ্টা ও প্রশাসনের অংশ এই প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে চায়।
পোস্টের শেষাংশে জাহিদুল ইসলাম বলেন, “জুলাই শুধু ক্ষমতার পরিবর্তনের নাম নয়, এটি প্রজন্মের আদর্শিক জাগরণ ও আমূল পরিবর্তনের প্রতীক।”