জেডটিভি বাংলা ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি বলছে গণভোট আয়োজন ব্যয়সাপেক্ষ—কিন্তু তাদের নেতাদের চাঁদাবাজির টাকাতেই তা করা সম্ভব।
শনিবার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন বলেন, “বিএনপি দাবি করছে, গণভোটে অনেক টাকা খরচ হবে। অথচ ৫ আগস্টের পর বিএনপির এক প্রার্থীর চাঁদাবাজি করা টাকায় একটি গণভোট আয়োজন করা সম্ভব। আবার ঢাকা মহানগর যুবদল নেতা নয়ন যে টাকা চাঁদাবাজি করছে, সেটাতেও একটি গণভোট করা যাবে।
তিনি আরও দাবি করেন, বিএনপি ও জামায়াতের মধ্যে অভ্যন্তরীণ সমঝোতা চলছে। “আমরা শুনছি, বিএনপি ‘নোট অব ডিসেন্ট’ থেকে সরে আসবে, আর জামায়াত নির্বাচনের আগে গণভোটের দাবিতে নরম অবস্থান নেবে,”—বলেন তিনি।
সরকার ব্যবস্থার প্রসঙ্গে নাসীরুদ্দীন বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন আছে। তবে এই নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে।
তরুণ রাজনীতিকদের উদ্দেশে তিনি বলেন, “আমরা সিনিয়র নেতাদের এতদিন জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি, এখন তাদের বুড়িগঙ্গার পানি দিয়ে গোসল করাব—তাহলে হয়তো মাথা খুলবে।”
ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে এনসিপি নেতা বলেন, “আপনি যদি জুলাই সনদের আদেশটি জারি করতে পারেন, তবে আপনি জনগণের সরকার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। আমরা চাই, আপনি শহীদ মিনারে গিয়ে সব রাজনৈতিক দল ও জনগণকে সঙ্গে নিয়ে জুলাই সনদের বাস্তবায়নের ঘোষণা দিন।”