January 11, 2026, 3:40 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

বাংলাদেশের দর্শকদের আচরণে হতাশ ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি

ক্রীড়া ডেস্ক :
চট্টগ্রামে সিরিজের শেষ টি–টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ নিশ্চিত করার পরও খুশি হতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের কোচ ও সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি। কারণ, ম্যাচজুড়ে গ্যালারি থেকে বাংলাদেশি সমর্থকদের আচরণ তাকে হতাশ করেছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ দলের ব্যর্থতায় ক্ষুব্ধ দর্শকরা বারবার ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এমনকি কিছু খেলোয়াড়ের নাম ধরেও দুয়োধ্বনি শোনা যায়। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে ড্যারেন স্যামি বলেন, “নিজেদের খেলোয়াড়দের যেভাবে আচরণ করা হয়েছে, সেটা আমার ভালো লাগেনি। শুনেছি দর্শকেরা ‘ভুয়া, ভুয়া’ বলছিল। আমি জানতে চেয়েছি, এর মানে কী। এরপর বুঝেছি এটি নেতিবাচক স্লোগান। একজন প্রকৃত ভক্ত কখনও নিজের দলকে হেয় করে না—বরং প্রেরণা দেয়।”

তিনি আরও যোগ করেন, “আমি জানি, সবাই চায় বাংলাদেশ দল ভালো করুক। খেলোয়াড়দের আরও উৎসাহ দিলে দল নিশ্চয়ই এগিয়ে যাবে।” শেষ ম্যাচে ১৫১ রানের লক্ষ্য দিয়েও জয় পায়নি বাংলাদেশ। ১৯ বল হাতে রেখে ৫ উইকেটে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। আগের দুই ম্যাচের মতো এ দিনও ব্যাটিং ব্যর্থতা স্পষ্ট ছিল স্বাগতিকদের মধ্যে। ফলে তিন ম্যাচের সিরিজ ৩–০ ব্যবধানে হারল বাংলাদেশ। সিরিজ শেষে ক্রিকেট বিশ্লেষকেরা বলছেন, বাংলাদেশে ক্রিকেট সংস্কৃতিতে অস্থিরতা ক্রমেই বাড়ছে। কেউ ভালো করলেই তাকে অতিরিক্ত প্রশংসা, আর ব্যর্থ হলে গালাগাল—এই চক্রটিই খেলোয়াড়দের মানসিক চাপে ফেলছে। একজন সিনিয়র ক্রিকেট বিশ্লেষকের ভাষায়, “সমর্থকরা দলের অংশ, কিন্তু নেতিবাচক প্রতিক্রিয়া খেলোয়াড়দের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দেয়। ক্রিকেটে দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য সমর্থন ও সহনশীলতা দুটোই জরুরি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *