January 12, 2026, 6:41 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

‘‘একটি দল ইসলামকে ব্যবহার করে ফায়দা হাসিল করতে চায়”: সালাহউদ্দিন

‘‘একটি দল ইসলামকে ব্যবহার করে ফায়দা হাসিল করতে চায়”: সালাহউদ্দিন

জেডটিভি বাংলা ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের একটি রাজনৈতিক দল ইসলামকে রাজনীতির সঙ্গে মিশিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। এতে বিভাজন ও বিভ্রান্তির জন্ম হচ্ছে জাতির মধ্যে। শনিবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ‘আজমতে সাহাবা’ শীর্ষক মহাসম্মেলনে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে সব সময়ই, বিশেষ করে নির্বাচনের আগে, ইসলামকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলে। এখন সেটি আরও বেশি দৃশ্যমান। একটি দল ইসলাম ও তরিকা ব্যবহার করে নির্বাচনী সুবিধা নিতে চায়, বিভক্তি তৈরি করতে চায়—তারা ইসলামেরই ক্ষতি করছে।

তিনি আরও বলেন, আমরা ৯০ থেকে ৯২ শতাংশ মুসলমানের দেশ। আমরা মদিনার ইসলামে বিশ্বাস করি—যে ইসলাম মহানবী হজরত মুহাম্মদ (সা.) প্রচার করেছেন। আমরা কোনো মওদুদী ইসলামের অনুসারী নই। যারা ফিতনা তৈরি করে মুসলমানদের বিভ্রান্ত করছে, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ইসলাম, আলেম এবং মুসলিমবিদ্বেষী রাজনীতি করেছে। কিন্তু জনগণ তাদের বিদায় ঘটিয়েছে। এখন সময় এসেছে নতুন বাংলাদেশ গড়ার—যেখানে থাকবে না ফ্যাসিবাদ, থাকবে না অপরাজনীতি।

তিনি আরও যোগ করেন, অপরাজনৈতিক সংস্কৃতি দূর করতে হলে আমাদের সঠিক পথে রাজনীতি করতে হবে, আদর্শিক রাজনীতি করতে হবে। ভালো রাজনৈতিক সংস্কৃতি চর্চার মাধ্যমেই দেশ থেকে অপরাজনীতি বিদায় নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *