January 12, 2026, 6:42 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

ইসির সিদ্ধান্তে ক্ষুব্ধ এনসিপি, ‘শাপলা’ না পাওয়ার কারণ জানালেন সরোয়ার তুষার

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, “নৌকা ডুবেছে, এখন শাপলা ভাসবে।” নির্বাচন কমিশনের (ইসি) ‘অহংকার’ ও একটি প্রভাবশালী রাজনৈতিক দলের হস্তক্ষেপের কারণেই এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন সরোয়ার তুষার। তিনি বলেন, “শাপলা হবে ডুবে যাওয়া নৌকার বিকল্প প্রতীক। ইসি পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নিচ্ছে, যা গণতন্ত্রের জন্য বিপজ্জনক।” সরোয়ার তুষার বলেন, “আওয়ামী লীগের পর জাতীয় পার্টিই দেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। তাদের নেতা এরশাদ এখন কবরে, জাতীয় পার্টিও সেই পথে হাঁটছে। এরা ভারতের এজেন্ট, আওয়ামী লীগের ব্যানারে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়, যা দেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না।” জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গে এনসিপি নেতা বলেন, “এটি জাতির সঙ্গে এক মহা প্রতারণা। সনদের আইনি স্বীকৃতির জন্য অবিলম্বে গণভোটের আয়োজন জরুরি।”

বিএনপিকে আক্রমণ :

বিএনপির অবস্থান নিয়েও সমালোচনা করেন সরোয়ার তুষার। তিনি বলেন, “বিএনপি যদি ‘না ভোট’ প্রচারণা চালায়, তাদের ৩০ শতাংশ ভোট গেলেও সনদ বিপুল ভোটে পাস হবে। তখন তারা আয়নায় মুখ দেখাতে পারবে না। অতীত থেকে কিছুই শেখেনি তারা— জিয়াউর রহমান নিজেই একসময় ‘হ্যাঁ-না ভোট’ করেছিলেন, এখন সেই ব্যবস্থারই বিরোধিতা করছে।” সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা এনসিপির প্রধান সমন্বয়ক সৈয়দা নীলিমা দোলা।
এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, ফরিদপুর বিভাগীয় সংগঠক রাসেল আহম্মেদসহ ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর জেলার কয়েকশ নেতা-কর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *