বিনোদন ডেস্ক :
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন আজ ৫২ বছরে পদার্পণ করেছেন। বয়স বাড়লেও সৌন্দর্য, আত্মবিশ্বাস ও মাধুর্যে তিনি এখনো নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।
১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জয় করে আলোচনায় আসা ঐশ্বরিয়া চলচ্চিত্র জগতে পা রাখেন ১৯৯৭ সালে তামিল সিনেমা ইরুভার দিয়ে। একই বছর বলিউডে আত্মপ্রকাশ ওর পেয়ার হো গয়া দিয়ে। এরপর হাম দিল দে চুকে সনম, তাল, দেবদাস, জোধা আকবর, গুরু, ধূম ২সহ অসংখ্য সিনেমায় অভিনয় করে তিনি কেবল রূপে নয়, প্রতিভার প্রতীক হিসেবে খ্যাতি অর্জন করেন।
দক্ষিণী ও বলিউড সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি রয়েছে তার। ব্রাইড অ্যান্ড প্রেজুডিস, দ্য পিঙ্ক প্যান্থার ২সহ হলিউড প্রজেক্টে কাজ করেছেন তিনি। এছাড়া লরিয়েল প্যারিসের গ্লোবাল অ্যাম্বাসেডর এবং মানবিক কাজে সক্রিয়—দৃষ্টিপ্রতিবন্ধী ও অসহায় শিশুদের জন্য প্রতিষ্ঠিত ‘ঐশ্বরিয়া রাই ফাউন্ডেশন’ দীর্ঘদিন ধরে কাজ করছে।
ব্যক্তিগত জীবনে, ২০০৭ সালে বলিউড তারকা অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহিত হন এবং ২০১১ সালে তাদের কন্যা আরাধ্যা জন্মগ্রহণ করেন। মাতৃত্বের বিরতির পরেও অভিনয় ও ক্যারিয়ারে তিনি সমান দক্ষতার সঙ্গে সক্রিয় রয়েছেন। সাম্প্রতিক কালে পোন্নিয়িন সেলভান সিরিজে নন্দিনী চরিত্রে তাঁর উজ্জ্বল উপস্থিতি নজর কাড়ে।
ঐশ্বরিয়া রাই বচ্চন প্রমাণ করেছেন যে সত্যিকারের সৌন্দর্য সময়ের কাছে হার মানে না, বরং চোখে-মনে এবং অনুপ্রেরণায় স্থায়ী হয়ে থাকে।