জেডটিভি বাংলা ডেস্ক :
দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘মন্থা’। বুধবার রাতে এটি ভারতের ছত্তিশগড় রাজ্যে নিম্নচাপে পরিণত হয়েছে এবং ধীরে ধীরে আরও উত্তর দিকে অগ্রসর হচ্ছে। যদিও শক্তি হারিয়েছে, তবে এর প্রভাব রয়ে গেছে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দেশের চারটি বিভাগে — ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা — বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি হবে না এবং এভাবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি চলতে পারে আরও দুই দিন।
রাজধানীতে বৃহস্পতিবার সকালটা ছিল রোদে ভরা, কিন্তু সকাল সাড়ে ৯টার পর থেকেই আকাশে মেঘ জমতে শুরু করে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, “রাজধানী ও এর আশপাশের এলাকায় ইতোমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। আজ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি মূলত ঘূর্ণিঝড় মন্থার প্রভাবেই হচ্ছে।”
তিনি আরও জানান, মন্থার পাশাপাশি আরব সাগরেও একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই দুটি আবহাওয়া ব্যবস্থা একসঙ্গে প্রভাব ফেলছে বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী কয়েকটি রাজ্যে। আগামী শুক্রবার ও শনিবার বিচ্ছিন্নভাবে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে রোববার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং বৃষ্টিপাতের প্রবণতা কমে যাবে।
বৃষ্টির পর দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে, জানিয়েছেন এই আবহাওয়াবিদ।