স্পোর্টস ডেস্ক :
সাবেক ব্রাজিলীয় ফুটবলার রবিনহো ইতালিতে ধর্ষণের দায়ে নয় বছরের কারাদণ্ড প্রাপ্ত হওয়ার পর ব্রাজিলে জেল জীবন কাটাচ্ছেন। ৪১ বছর বয়সি এই তারকা, যিনি রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন, সম্প্রতি প্রথমবার জেল থেকে সাক্ষাৎকার দিয়েছেন।
সাক্ষাৎকারে রবিনহো জানান, জেল জীবনে তার বিশেষ কোনো সুবিধা নেই। তিনি বলেন, “অন্য কয়েদিদের মতোই আমি খাবার খাই, একই সময়ে ঘুমাতে যাই, একই কাজ করি। রোববার ছুটির দিনে ফুটবল খেলার অনুমতি পাই।” তিনি আরও যোগ করেন, “আমার সঙ্গে কোনো ঝগড়া হয়নি, এমনকি ফুটবল খেলার সময়ও শান্তি থাকে।”
রবিনহোর স্ত্রী এবং সন্তানরা নিয়মিত তার সাথে সাক্ষাৎ করেন। বড় ছেলে কখনো কখনো জেলে ফুটবল খেলেন, ছোট দুই সন্তান মা’য়ের সঙ্গে সাক্ষাৎ করেন।
২০১৩ সালে এসি মিলানে খেলার সময় ইতালিতে ধর্ষণ-কাণ্ডে জড়িয়ে পড়েন রবিনহো। ইতালির আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর ব্রাজিলে ফেরার পর তার কারাদণ্ড কার্যকর করা হয়। তিনি ২০২৪ সালের ২১ মার্চ থেকে সাও পাওলোতে জেল জীবন শুরু করেন।