নিজস্ব প্রতিবেদক :
বৃহস্পতিবারের (৩০ অক্টোবর) পর কোনো জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নিবন্ধিত ১০টির বেশি সিম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসি এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একজন গ্রাহক নিজের এনআইডির বিপরীতে সর্বোচ্চ ১০টি মোবাইল সিম রাখতে পারবেন।এর বেশি সিম থাকলে বৃহস্পতিবারের মধ্যেই অতিরিক্ত সিমগুলো ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “গ্রাহকরা পছন্দমতো ১০টি সিম রেখে অতিরিক্ত সিমগুলো নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে ডি-রেজিস্টার করতে পারবেন। সময়সীমা শেষে কমিশন দৈবচয়ন (র্যান্ডম) পদ্ধতিতে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে।”
যেভাবে জানা যাবে নিজের নামে কয়টি সিম :
নিজের এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা জানতে গ্রাহকরা *মোবাইল থেকে ১৬০০১# ডায়াল করে এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠিয়ে তথ্য জানতে পারবেন।
কমিশন সতর্ক করে বলেছে, “যদি গ্রাহক নিজে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার না করেন, তাহলে কমিশন নিজ উদ্যোগে দৈবচয়নের মাধ্যমে অতিরিক্ত সিমগুলো বাতিল করবে।”
আগে একজন গ্রাহক নিজের নামে সর্বোচ্চ ২০টি সিম রাখতে পারতেন। তবে ভুয়া নিবন্ধন, প্রতারণা ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে আনতে বিটিআরসি ২০২৪ সালের নতুন নীতিমালায় সীমা কমিয়ে ১০টি সিমে এনেছে। বর্তমানে দেশে কার্যরত পাঁচটি মোবাইল অপারেটর—গ্রামীণফোন, রবি, বাংলালিংক, টেলিটক ও এয়ারটেল—এই নির্দেশনা কার্যকর করবে বলে জানিয়েছে কমিশন।