স্পোর্টস ডেস্ক :
রাওয়ালপিন্ডিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান মুখোমুখি হয়েছে বড় ধাক্কায়। ১৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান হেরে যায় ৫৫ রানের বিশাল ব্যবধানে।
ম্যাচে সবচেয়ে আলোচিত বিষয় ছিল বাবর আজমের ফেরার ঘটনা। ১০ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরে বাবর কোনও রান করতে পারেননি। ৩ নম্বরে নেমে মাত্র দুই বল খেলে তিনি আউট হন, যা দলের জন্য হতাশাজনক প্রারম্ভ হয়। সাহিবজাদা ফারহান ২৪ রান করে আউট হওয়ার পর বাবর ব্যাটিংয়ে নামেন, কিন্তু দক্ষিণ আফ্রিকার করবিন বশের করা বলটি ব্যাটে লাগানো যায়নি এবং সরাসরি কভারে দাঁড়ানো রিজা হেনড্রিকসের হাতে চলে যায়।
এর আগে দক্ষিণ আফ্রিকা রিজা হেনড্রিকসের ৪০ বলে ৬৬, টনি ডি জর্জির ১৬ বলে ৩৩ এবং জর্জ লিন্ডারের ২২ বলে ৩৬ রানের ঝড়ে ১৯৩ রানের শক্তিশালী স্কোর গড়ে।
জবাবে পাকিস্তান ব্যাটিংয়ে ভালো করতে পারেনি। দলের পক্ষ থেকে সর্বোচ্চ রান আসে সাইম আইয়ুবের ২৮ বলে ৩৭ এবং মোহাম্মদ নওয়াজের ২০ বলে ৩৬ রান থেকে, যা জেতার জন্য যথেষ্ট হয়নি।