নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মেট্রোরেলে দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি মো. মোজাম্মেল হক ও বিচারপতি শামীম আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রুলে আদালত জানতে চেয়েছেন, নিহতের পরিবারকে কেন যথাযথ ক্ষতিপূরণ প্রদান করা হবে না, এবং মেট্রোরেল কর্তৃপক্ষের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে এ বিষয়ে রিটটি দায়ের করেন আইনজীবী তানভীর আহমেদ। শুনানিতে রিটকারীর পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রিটে বলা হয়, মেট্রোরেল চলার সময় নিরাপত্তা ব্যবস্থা ও জরুরি প্রতিক্রিয়ার ঘাটতির কারণেই ওই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার ফলে মৃত্যুর ঘটনা ঘটায় নিহতের পরিবার আর্থিক ক্ষতিপূরণের দাবি জানাতে পারেন।
হাইকোর্টের এই রুলের পর এখন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সচিব, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।