নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। পূর্বে অন্য দেশের রিক্রুটিং এজেন্সিকে বেশি সুযোগ দেওয়া হতো, কিন্তু দুই দেশের আলোচনার পর এখন বাংলাদেশিও সমান সুযোগ পাবেন।সরকারি তথ্য অনুযায়ী, ঢাকায় অনুষ্ঠিত তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ সভায় মালয়েশিয়ার প্রতিনিধিদল বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে ‘রিক্রুটিং এজেন্ট সিলেকশন ক্রাইটেরিয়া’ জানিয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও মিয়ানমারের রিক্রুটিং এজেন্ট নির্বাচনে অভিন্ন মানদণ্ড প্রয়োগ হবে।
নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, রিক্রুটিং এজেন্টদের অবশ্যই থাকতে হবে:
এই শর্তাবলি পূরণকারী বৈধ লাইসেন্সধারী এজেন্টদের তালিকাভুক্ত করার জন্য বাংলাদেশ সরকার মালয়েশিয়া সরকারের কাছে অনুরোধ জানাবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, শর্ত পূরণে সক্ষম এজেন্টরা ৭ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন।