নিজস্ব প্রতিবেদক :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বুধবার সরকারের প্রতি তিনটি আহ্বান জানিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার দাবি করেছে। দলটি বলেছে, জুলাই সনদ শুধুই রাজনৈতিক সমঝোতার দলিল নয়, এর আইনি ভিত্তি থাকা প্রয়োজন।
এনসিপি জানান, জাতীয় ঐকমত্য কমিশন গতকাল সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা সুপারিশ করেছে। কমিশন দুই ধরনের সংস্কারের জন্য প্রস্তাব দিয়েছে—সংবিধান সম্পর্কিত এবং সংবিধান সম্পর্কিত নয়। এনসিপি মনে করে, সরকারের উচিত প্রস্তাব-১ গ্রহণ করা, যাতে সংবিধান সংস্কার বিল কার্যকর হয় এবং গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়নের পথ সুগম হয়।
বিবৃতিতে এনসিপি সরকারের প্রতি তিনটি আহ্বান জানিয়েছে—
এনসিপি স্পষ্ট করেছে, প্রস্তাব-২ গ্রহণ না করলে সংস্কার কার্যক্রম ভণ্ডুল হয়ে যেতে পারে, তাই সরকারকে প্রস্তাব-১ বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে।