January 11, 2026, 7:28 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

আইয়ুব বাচ্চুর গান গেয়ে ভাইরাল সালমান শাহ হত্যা মামলার আসামি ডন

বিনোদন ডেস্ক :
বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহের রহস্যমৃত্যু আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসায় তার লাশ উদ্ধার হয়। দীর্ঘদিন ধরে আত্মহত্যা হিসেবে দেখা হলেও, সম্প্রতি এই ঘটনা হত্যা মামলা হিসেবে গৃহীত হয়েছে আদালতে। এই মামলায় সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা, আজিজ মোহাম্মদ ভাই ও খলঅভিনেতা আশরাফুল হক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। আদালত ইতিমধ্যে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন।

মামলার আসামিদের বিরুদ্ধে নতুন করে আইনি পদক্ষেপের খবরের মধ্যেই ভাইরাল হয়েছেন খলঅভিনেতা আশরাফুল হক ডন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার গাওয়া প্রয়াত সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘এখন অনেক রাত’। ভিডিওটিতে দেখা গেছে, ঘরোয়া পরিবেশে হাতে মাইক্রোফোন নিয়ে গানটি গাইছেন তিনি। মুহূর্তেই ক্লিপটি ভাইরাল হয়— কয়েক ঘণ্টার ব্যবধানে তা লক্ষাধিক ভিউ ছাড়িয়ে যায়। নেটিজেনদের কেউ প্রশংসা করেছেন ডনের গায়কী ও কণ্ঠের মাধুর্যের, আবার কেউ সমালোচনায় মুখর। কেউ লিখেছেন— “খলনায়ক হয়েও গলায় দারুণ জাদু,”
আবার কেউ বলেছেন— “গান গাও ভালো, কিন্তু এবার কারাগারে বসে গাওয়ার প্রস্তুতি নিন।”

আদালতের নিষেধাজ্ঞার পর থেকেই গুঞ্জন ছড়ায়— ডন দেশ ছেড়ে পালিয়ে গেছেন।
তবে সামাজিকমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি তা উড়িয়ে দিয়েছেন। লিখেছেন, “আমি পালাইনি, পালানোর প্রশ্নই আসে না। প্রয়োজনে আইনের কাছে আত্মসমর্পণ করব।” ১৯৯৬ সালের ডিসেম্বরে সালমান শাহের মৃত্যুর পর পিবিআই জানায়, এটি আত্মহত্যা। তবে সেই তদন্তে সন্তুষ্ট না হয়ে সালমান শাহের মা নীলা চৌধুরী ২০২১ সালে নারাজি আবেদন জানান।দীর্ঘ তদন্তের পর আদালত অবশেষে ঘটনাটিকে হত্যা মামলা হিসেবে পুনর্বিবেচনার নির্দেশ দেন, যা দুই দশক পর মামলাটিকে নতুন মোড় দেয়। সালমান শাহের মৃত্যু রহস্যে নতুন করে আলোচনায় আসা এই মামলায় এখন সবার নজর ডনের দিকে— গায়ক হিসেবে ভাইরাল, নাকি আসামি হিসেবে গ্রেফতার— সেটিই এখন দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *