January 8, 2026, 2:27 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

শিক্ষকের বিতর্কিত মন্তব্যে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল রাবি

শিক্ষকের বিতর্কিত মন্তব্যে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল রাবি

রাজশাহী সংবাদদাতা,

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ. আল মামুনের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টকে কেন্দ্র করে সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ হয়। ছাত্ররা জোহা চত্বর থেকে বিক্ষোভ শুরু করে এবং পরে হল এলাকার সামনে অবস্থান নেয়।

অধ্যাপকের পোস্টে রাকসু হল সংসদের নারীদের শপথ গ্রহণের একটি ছবির উপর লেখা মন্তব্যকে অশোভন ও নিন্দনীয় আখ্যা দিয়ে অনেকে সমালোচনা শুরু করলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। পরে সেই পোস্ট অধ্যাপক নিজেই মুছে ফেলেন। তা সত্ত্বেও শিক্ষার্থীরা ক্ষোভে ভরে বিক্ষোভে নামে।

বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ‘মামুনের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘মদখোরের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘তোমার আমার পরিচয়, হিজাব হিজাব’সহ নানা স্লোগান দেয়। হোলগুলোর সামনে থেকে আরও শিক্ষার্থী বিক্ষোভে যোগ দেন।

রাকসু মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা হাফসা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে হিজাব বিদ্বেষীদের জন্য অসহ্য পরিবেশ তৈরি হচ্ছে। তারা বলায়, হিজাবধারণকারীরা মর্যাদাহীন মন্তব্যের শিকার হচ্ছেন; তাই এমন মন্তব্যকারীদের প্রতিহত করা প্রয়োজন। তিনি বলেন, “আমরা চাই, তিনি প্রকাশ্যে ক্ষমা চাইবেন; নতুবা বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করতে হবে।”

রাকসু সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার অভিযোগ, অধ্যাপকের কথাবার্তা শিক্ষার্থীদের, বিশেষত হিজাবধারী মেয়েদের মর্যাদা আঘাত করেছে। তিনি বলেন, “যে মন্তব্য করেছেন তার জন্য তাকে ব্যবস্থা নিতে হবে; আগামীকাল জার্নালিজম বিভাগের সামনে আমরা অবস্থান নেব এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে তাকে শোকজ করতে হবে।”

বিক্ষোভ শেষ করে শিক্ষার্থীরা তাদের দাবি বলেছে— অধ্যাপককে ক্ষমা চাওয়াতে হবে কিংবা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বা অধ্যাপকের পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *