October 28, 2025, 7:52 am
Headline :
নারী দলের ব্যর্থ বিশ্বকাপ, কোচ ওয়াসিমের চুক্তি নবায়ন হবে না: পিসিবি মুফতি মুহিব্বুল্লাহর অন্তর্ধান স্মরণ করালো, তিন বছর আগের মরিয়ম মান্নানের মায়ের ঘটনা মেট্রোরেল দুর্ঘটনা: নিহতের পরিবারকে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ তিন দিনের বৈঠকেও সীমান্ত সন্ত্রাস নিয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছায়নি আফগানিস্তান-পাকিস্তান সালমানকে ভালোবেসে ক্যারিয়ারের ‘বারোটা’ বেজেছে: খল অভিনেতা ডন ৯২ বছরের পল বিয়া অষ্টমবার ক্যামেরুনের প্রেসিডেন্ট নিজে বাসে করে পঞ্চগড় গেছেন নিখোঁজ ইমাম: জিএমপি সৃজিত মুখোপাধ্যায় নির্মাণ করছেন শার্লক হোমসের গল্প অবলম্বনে ইংরেজি ছবি নাঈমুল ইসলাম খান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা সিদ্ধান্ত নির্বাচনে প্রতিটি কেন্দ্রে থাকছে ১৩ আনসার: স্বরাষ্ট্র উপদেষ্টা

নবীজির (সা.) সহধর্মিণী সাওদা (রা.), সরলতা ও উদারতার এক উজ্জ্বল দৃষ্টান্ত

নবীজির (সা.) সহধর্মিণী সাওদা (রা.), সরলতা ও উদারতার এক উজ্জ্বল দৃষ্টান্ত

ধর্ম ডেস্ক:

ইসলামের প্রারম্ভিক দিনের একজন উজ্জ্বল চরিত্র ছিলেন হজরত সাওদা বিনতে জামআ (রা.), নবীজির (সা.) সাহচর্য ও পরিবারসেবার সঙ্গে সঙ্গে তার উদারতা, রসিকতা ও সাহসিকতার জন্যও ইতিহাসে অমর। খাদিজা (রা.)-এর ইন্তিকালের পরে তিনি নবীজির (সা.) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

সাওদা (রা.) কেবল নবীজির সন্তানদের দেখাশোনার জন্যই বিবাহিত হননি; তিনি ছিলেন আনন্দপ্রিয়, সাহসী এবং হাস্যরসে ভরা নারী। মুসলিম উম্মাহর ইতিহাসে তার অবদানও অপরিসীম।

সাহস ও ঈমানের প্রতীক

সাওদা (রা.) প্রাথমিক ইসলামের সময় ইসলাম গ্রহণ করেন। মক্কার কঠোর পরিস্থিতি, নির্যাতন ও মৃত্যুর আশঙ্কা সত্ত্বেও তিনি আল্লাহ ও নবীজির প্রতি দৃঢ় বিশ্বাস রাখেন। হাবশায় (আবিসিনিয়া) হিজরত করে মুসলমানদের নিরাপদ আশ্রয় দেন, এবং পরে পরিবারের সঙ্গে থাকার জন্য কঠিন পথ পাড়ি দিয়ে মক্কায় ফিরে আসেন।

রসিকতা ও হাস্যরসের ধারা

নবীজির দুঃখের মুহূর্তগুলোতে তিনি মজার গল্প শোনাতেন। একবার দীর্ঘ রুকুতে থাকা নামাজে নাক থেকে রক্ত বের হওয়ার ভয়ে তিনি তা চেপে ধরেছিলেন—নবী (সা.) তখন হাসিতে ফেটে পড়েন। এমনকি দাজ্জালের গল্প শুনে ভয় পাওয়া মুহূর্তেও তিনি পরে হাসিমুখে বের হন।

উদারতা ও সহমর্মিতা

নবীজির (সা.) ইন্তিকালের পরও সাওদা (রা.) দানশীলতা প্রদর্শন করতেন। খলিফা ওমর (রা.) পাঠানো অর্থ তিনি গরিবদের দান করেন। হৃদয়েও ছিলেন উদার—নিজের প্রাপ্য দিন ও রাতও নবীজির প্রিয়তমা স্ত্রী আয়েশা (রা.)-কে দিয়ে দিতেন।

সাওদা বিনতে জামআ (রা.) আমাদের শেখান, হাস্যরস, সাহস ও উদারতার সঙ্গে ঈমানের দৃঢ়তা মেলাতে পারলেই জীবন হয়ে ওঠে অনুপ্রেরণার প্রতীক।

সূত্র: অ্যাবাউউ ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page