অনলাইন ডেস্ক:
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে স্পষ্ট অবস্থান জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, এ বিষয়ে তারা কোনো তথ্য জানেন না।
মঙ্গলবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাকির নায়েককে দাওয়াত দেওয়া হয়েছে বলে আমি জানি না। এমন কিছু আমি শুনিনি—এটা আপনার কাছ থেকেই প্রথম শুনলাম।”
এর আগে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট জানিয়েছিল, ড. জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসবেন। প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ সময় সংবাদকে বলেন, সবকিছু ঠিক থাকলে ড. নায়েক ঢাকায় আসবেন এবং তার নিজ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেবেন। প্রাথমিকভাবে আগারগাঁওয়ে অনুষ্ঠানটি করার পরিকল্পনা রয়েছে।
প্রথমবারের মতো বাংলাদেশে আসতে পারেন এই আলোচিত ইসলামী বক্তা। তবে সরকারি পর্যায়ে তার সফর বা কর্মসূচি নিয়ে কোনো আনুষ্ঠানিক অনুমোদন বা নিশ্চয়তা এখনো মেলেনি।