প্রযুক্তি ডেস্ক:
বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম তার ব্যবহারকারীদের জন্য এনেছে নতুন একটি ফিচার—‘ওয়াচ হিস্টোরি’। দীর্ঘদিন ধরে ব্যবহারকারীরা চাইছিলেন, দেখানো রিলগুলো সহজে খুঁজে পাওয়া যাক। এবার সেই সমস্যার সমাধান হয়ে গেল।
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, অনেক সময় কোনো আকর্ষণীয় রিল দেখার পর তা ভুলবশত হারিয়ে যায়। নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের দেখা রিলগুলো মুহূর্তেই পুনরুদ্ধার করতে পারবেন।
১. ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন।
২. সেটিংস অপশনে যান।
৩. এরপর ‘অ্যাকটিভিটি’ সেকশন নির্বাচন করুন।
৪. এখানে পাওয়া যাবে ‘ওয়াচ হিস্টোরি’ অপশন, যেখানে দেখানো রিলগুলো সহজেই দেখতে পারবেন।
ইনস্টাগ্রামের এই নতুন ফিচার ব্যবহারকারীদের রিলস অভিজ্ঞতাকে আরও সহজ ও আনন্দদায়ক করে তুলবে। এখন আর কোনো আকর্ষণীয় রিল হারানোর ভয় নেই।