নিজস্ব প্রতিবেদক :
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে কোনো কূটনৈতিক চাপ নেই। তিনি মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য দেন।
নির্বাচনের সময়সীমা নিয়ে প্রশ্নে তিনি বলেন, “দাতা দেশ ও উন্নয়ন সংস্থাগুলো নির্বাচনের সময়সীমা নিয়ে কোনো সংশয় নেই।”
বিদেশি পর্যবেক্ষক নিয়ে তিনি আরও জানান, জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক নির্বাচন কমিশন আমন্ত্রণ জানাবে, তবে “অহেতুক বিতর্ক তৈরি করতে পারে এমন কাউকে আনা হবে না।”
উভয়পক্ষের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তাও তুলে ধরেন উপদেষ্টা। তিনি বলেন, “প্রত্যেক বড় দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রয়েছে।”