January 12, 2026, 8:52 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

বিএনপি তিন বছর আগে থেকেই সংস্কার প্রক্রিয়া শুরু করেছে: মঈন খান

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান সোমবার (২৭ অক্টোবর) বলেছেন, আজকের অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে, তা বিএনপি তিন বছর আগে থেকেই শুরু করেছে।

তিনি এই মন্তব্য করেন নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে।

মঈন খান বলেন, “দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোকে নিয়ে ৩১ দফার সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপি ইতিমধ্যে ঐক্যমত্যে পৌঁছেছে। আমাদের দল সেই সংস্কার বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপিকে কেউ সংস্কার শিখাতে পারবে না।”

তিনি আরও মন্তব্য করেন, “আওয়ামী লীগ বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করেও নিজেই নিশ্চিহ্ন হওয়ার পথে। বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এক লাখেরও বেশি মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়ে দেশে বিরোধী দল নিশ্চিহ্ন করার চেষ্টা করলেও বিএনপি তা সহ্য করে টিকে আছে, এখন আওয়ামী লীগই বিলীন হওয়ার মুখে।”

ড. মঈন খান আরও বলেন, “বিশ্বের ইতিহাসে যারা নিরীহ মানুষের ওপর অত্যাচার চালিয়ে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করেছে, তাদের কেউ দীর্ঘস্থায়ীভাবে টিকে থাকতে পারেনি। তাই আওয়ামী লীগের জন্যও টিকে থাকা সম্ভব নয়।”

১/১১ বিষয়েও তিনি বলেন, “বাংলাদেশে আর কখনো ১/১১ ফিরে আসবে না। যদি কেউ তা আশা করে, সে বোকার স্বর্গে বাস করছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *