October 27, 2025, 2:01 pm
Headline :
চার মাসে মোংলায় নোঙর করেছে ২৫৫ বিদেশি জাহাজ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি ড্রোন ও ট্যাঙ্ক হামলা শুধুমাত্র কিছু আসনের জন্য এনসিপি জোট করবে না: সারজিস আলম প্রাথমিকের পাঁচ ক্যাটাগরিতে ১৬৪ পদে নিয়োগের ফল প্রকাশ বিএনপি তিন বছর আগে থেকেই সংস্কার প্রক্রিয়া শুরু করেছে: মঈন খান নির্বাচনের প্রস্তুতি ৯০-৯৫ শতাংশে: ইসি সচিব যুক্তরাষ্ট্রে ‘বেজবাবা’ সুমনের সঙ্গে মঞ্চ মাতালেন আসিফ আকবর পেশোয়ার বিশ্ববিদ্যালয়ে ৯টি বিভাগ বন্ধ, কম শিক্ষার্থী ভর্তির কারণে জাপানে এক লাখ দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের অগ্রগতি: প্রধান উপদেষ্টার সঙ্গে এনবিসিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ কিবরিয়ার ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ, টাকার অঙ্ক ৩৮ লাখের বেশি

নির্বাচনের প্রস্তুতি ৯০-৯৫ শতাংশে: ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পন্ন পর্যায়ে পৌঁছেছে। নির্বাচন কমিশনের (ইসি) কর্মপরিকল্পনা অনুযায়ী বর্তমানে প্রস্তুতির অগ্রগতি ৯০ থেকে ৯৫ শতাংশ বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ (সোমবার) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে ব্রিফিংকালে তিনি সাংবাদিকদের বলেন, “যদি শতকরা হিসেবে বলি, আমরা এখন ৯০ থেকে ৯৫ শতাংশ প্রস্তুত। রাজনৈতিক দল ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন এই সপ্তাহে সম্পন্ন হলে, প্রস্তুতি শতভাগে পৌঁছাবে।”

ইসি সচিব আরও জানান, নির্বাচন কর্মপরিকল্পনায় দুটি বিষয়ে সামান্য দেরি হয়েছে। একটি হলো রাজনৈতিক দল নিবন্ধন, অন্যটি হলো পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন। ২২টি রাজনৈতিক দলকে প্রাথমিকভাবে বিবেচনাযোগ্য মনে করা হয়েছে এবং তাদের বিষয়ে মাঠপর্যায়ে অতিরিক্ত তথ্য সংগ্রহ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, “এই সপ্তাহের মধ্যেই সব প্রক্রিয়া সম্পন্ন হবে।”

পর্যবেক্ষক সংস্থার বিষয়ে আখতার আহমেদ বলেন, “দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর পর্যালোচনা চলছে। কিছু জায়গায় তথ্য-সীমাবদ্ধতা পূরণ হয়েছে। আশা করি, এই সপ্তাহের মধ্যেই নিবন্ধনও শেষ হবে।” আরপিও সংশোধনের বিষয়ে তিনি জানান, “বিষয়টি বর্তমানে আইন মন্ত্রণালয়ে রয়েছে। কমিশন পরবর্তীতে সিদ্ধান্ত নেবে।” এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “আরপিও সংশোধনের আগে কমিশন দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে। এখন পর্যন্ত কোনো সাংঘর্ষিক বিষয় দেখা যায়নি।”

ইসি সচিব প্রকাশ করেছেন, সংশোধন প্রস্তাবনাটি পাঁচটি দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা হয়েছে:

  1. স্বচ্ছ ও গ্রহণযোগ্য বিষয়
  2. ভাষাগত বা সংখ্যাগত সামান্য সংশোধনযোগ্য বিষয়
  3. রাজনৈতিক ঐক্যমত ছাড়া সম্ভব নয় এমন বিষয়
  4. বিদ্যমান আইনে পর্যাপ্তভাবে নির্ধারিত বিষয়
  5. কমিশনের নিজস্ব বিবেচনায় সংশোধনযোগ্য বিষয়

উল্লেখ্য, এনসিপি’র প্রতীকের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “কমিশন ইতোমধ্যেই অবস্থান জানিয়েছে। কোনো বিকল্প প্রস্তাব আসেনি। বর্তমানে পূর্বের অবস্থানই রয়েছে। কমিশন সহবিবেচনায় প্রতীক বরাদ্দ করবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page