ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পন্ন পর্যায়ে পৌঁছেছে। নির্বাচন কমিশনের (ইসি) কর্মপরিকল্পনা অনুযায়ী বর্তমানে প্রস্তুতির অগ্রগতি ৯০ থেকে ৯৫ শতাংশ বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
আজ (সোমবার) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে ব্রিফিংকালে তিনি সাংবাদিকদের বলেন, “যদি শতকরা হিসেবে বলি, আমরা এখন ৯০ থেকে ৯৫ শতাংশ প্রস্তুত। রাজনৈতিক দল ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন এই সপ্তাহে সম্পন্ন হলে, প্রস্তুতি শতভাগে পৌঁছাবে।”
ইসি সচিব আরও জানান, নির্বাচন কর্মপরিকল্পনায় দুটি বিষয়ে সামান্য দেরি হয়েছে। একটি হলো রাজনৈতিক দল নিবন্ধন, অন্যটি হলো পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন। ২২টি রাজনৈতিক দলকে প্রাথমিকভাবে বিবেচনাযোগ্য মনে করা হয়েছে এবং তাদের বিষয়ে মাঠপর্যায়ে অতিরিক্ত তথ্য সংগ্রহ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, “এই সপ্তাহের মধ্যেই সব প্রক্রিয়া সম্পন্ন হবে।”
পর্যবেক্ষক সংস্থার বিষয়ে আখতার আহমেদ বলেন, “দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর পর্যালোচনা চলছে। কিছু জায়গায় তথ্য-সীমাবদ্ধতা পূরণ হয়েছে। আশা করি, এই সপ্তাহের মধ্যেই নিবন্ধনও শেষ হবে।” আরপিও সংশোধনের বিষয়ে তিনি জানান, “বিষয়টি বর্তমানে আইন মন্ত্রণালয়ে রয়েছে। কমিশন পরবর্তীতে সিদ্ধান্ত নেবে।” এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “আরপিও সংশোধনের আগে কমিশন দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে। এখন পর্যন্ত কোনো সাংঘর্ষিক বিষয় দেখা যায়নি।”
ইসি সচিব প্রকাশ করেছেন, সংশোধন প্রস্তাবনাটি পাঁচটি দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা হয়েছে:
উল্লেখ্য, এনসিপি’র প্রতীকের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “কমিশন ইতোমধ্যেই অবস্থান জানিয়েছে। কোনো বিকল্প প্রস্তাব আসেনি। বর্তমানে পূর্বের অবস্থানই রয়েছে। কমিশন সহবিবেচনায় প্রতীক বরাদ্দ করবে।”