জেডটিভি বাংলা ডেস্ক :
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মন্থা’ মঙ্গলবার ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করবে। তবে ঘূর্ণিঝড়টির বাংলাদেশে তেমন কোনো বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৭ অক্টোবর) সকালে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, ঘূর্ণিঝড় ‘মন্থা’ বাংলাদেশের উপকূল থেকে অনেক দূরে অবস্থান করছে। ফলে দেশের উপকূলীয় এলাকায় প্রবল বাতাসের আশঙ্কা নেই।
তিনি বলেন, “ঘূর্ণিঝড়ের কেন্দ্র বাংলাদেশের দিকে নয়, তাই বাতাসের গতি উপকূলে তুলনামূলক কম থাকবে। তবে এর প্রভাবে দেশের কিছু স্থানে, বিশেষ করে উপকূলীয় এলাকায়, হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার রাত থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।”
এদিকে, গভীর সাগরে বাতাসের গতি বেড়ে যাওয়ায় জেলেদের গভীর সমুদ্রে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার দিবাগত রাত ৩টার সময় ঘূর্ণিঝড় ‘মন্থা’ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১,৩৬০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১,৩০০ কিলোমিটার, মোংলা থেকে ১,২৮০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে প্রায় ১,২৬০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে এবং এটি ২৮ অক্টোবর সন্ধ্যা বা রাতের মধ্যে ভারতের উপকূল অতিক্রম করতে পারে।