October 27, 2025, 5:05 am
Headline :

শাহবাগে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের পদযাত্রা পুলিশের বাধায় আটকা

শাহবাগে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের পদযাত্রা পুলিশের বাধায় আটকা

নিজস্ব প্রতিবেদক:

নিশ্চিত কর্মসংস্থানসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। তবে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ তাদের সড়কে ব্যারিকেড দিয়ে আটকে দেয়।

দপ্তর সূত্রে জানা গেছে, পদযাত্রায় প্রায় ৩৫ থেকে ৪০ জন প্রতিবন্ধী অংশ নেন। আহ্বায়ক আলী হোসেনের নেতৃত্বে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শাহবাগ থানার সামনে পদযাত্রা আটকা পড়লে আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে ব্যারিকেড সরানোর চেষ্টা করেন।

প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা দাবি করেন, প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে প্রতিবন্ধী বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তারা বলেন, “বছর ধরে আমাদের কর্মসংস্থান বিষয়ক দাবি উপেক্ষিত হয়েছে। যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, আমরা আরও কঠোর কর্মসূচি নেব।” তারাদেন, ব্যারিকেড না সরালে নিজেদের সার্টিফিকেটও পুড়িয়ে প্রতিবাদ জানানো হবে।

পরিষদের সদস্য সচিব আলিফ হোসেন ও যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন পিয়াস পাঁচ দফা দাবি উত্থাপন করেন:

১. প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধী বেকারদের জন্য বিশেষ নিয়োগ।

২. প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ২ শতাংশ, তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ৫ শতাংশ স্বতন্ত্র প্রতিবন্ধী কোটা।

৩. জাতীয় শ্রুতিলেখক নীতিমালা সংশোধন ও মনোনয়নে স্বাধীনতা।
৪. ব্রেইল ভিত্তিক শিক্ষা কার্যক্রম ও পিএইচটি সেন্টারের শূন্য পদে দৃষ্টি প্রতিবন্ধীদের বিশেষ নিয়োগ।

৫. সরকারি চাকরিতে আবেদনযোগ্য বয়সসীমা ৩৫ থেকে ৩৭ বছর বৃদ্ধি।

পদযাত্রা থামলেও আন্দোলনকারীরা তাদের দাবি বাস্তবায়নের জন্য তৎপর থাকার ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page