October 27, 2025, 4:57 am
Headline :

‘ভারত ম্যাচ দিয়ে শেষ হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন’

‘ভারত ম্যাচ দিয়ে শেষ হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন’

খেলা ডেস্ক,

নারী ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ শক্তিশালী ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেমিফাইনালে উঠতে না পারলেও জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করতে মরিয়া নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন টাইগ্রেসরা।

রোববার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মুম্বাইয়ের ডি-ওয়াই প্যাটেল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই প্রতিবেশী। ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করা ভারত নিজেদের জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায়, অন্যদিকে জ্যোতিরা চাইছে মর্যাদার লড়াই জিতে টুর্নামেন্টটা স্মরণীয় করে তুলতে।

ঘরের মাঠে ভারতের সঙ্গে ওয়ানডে সিরিজ ড্র করার অভিজ্ঞতা বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়াতে পারে। যদিও এবার প্রতিপক্ষের মাঠে ম্যাচ, তবুও সেই অতীত সাফল্যই অনুপ্রেরণা দিচ্ছে জ্যোতিদের।

বাংলাদেশের বড় উদ্বেগ ব্যাটিং লাইনআপ। টুর্নামেন্ট জুড়ে বোলাররা ধারাবাহিকভাবে ভালো করলেও রান তোলার লড়াইয়ে বারবার পিছিয়ে পড়েছে দল। পাকিস্তানের বিপক্ষে জয় দিয়েই শুরু করেছিল বাংলাদেশ, কিন্তু দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের বিপক্ষে কাছাকাছি গিয়েও জয় পায়নি। শ্রীলঙ্কার বিপক্ষে জেতা ম্যাচ হাতছাড়া হওয়ায় হতাশা আরও বেড়েছে।

ভারতের বিপক্ষে জয় পেতে হলে এবার বোলারদের পাশাপাশি ব্যাটারদেরও এগিয়ে আসতে হবে। মারুফা, তৃষা, নাহিদাদের ধারাবাহিকতা ধরে রাখতে হবে বল হাতে, আর ব্যাট হাতে দায়িত্ব নিতে হবে জ্যোতি, ফারজানা ও সুপ্তাকে।

অন্যদিকে, দুর্দান্ত ছন্দে আছে স্বাগতিক ভারত। আগের ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন স্মৃতি মান্ধানা, রান পেয়েছেন প্রতীকা রাওয়ালও। বল হাতে দীপ্তি শর্মা ও রেনুকা সিংয়েও আছেন ফর্মে। নিজেদের মাঠ, দর্শক আর আত্মবিশ্বাস — সব মিলিয়ে এগিয়ে থাকলেও প্রতিবেশী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইটা হবে মর্যাদার।

শেষ ম্যাচ হলেও বাংলাদেশ নারী দলের সামনে সুযোগ আছে বিশ্বকাপটা সম্মানজনকভাবে শেষ করার—একটি জয় হয়তো বদলে দিতে পারে টুর্নামেন্টের সমগ্র অনুভবটাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page