নিজস্ব প্রতিবেদক:
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রোববার বলেন, “দেশগঠনে সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের প্রশংসনীয় ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” তিনি কোর অব ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৫-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন।
সেনাপ্রধান আরও বলেন, “কোর অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সেনাবাহিনীর একটি স্বনামধন্য কোর। এই কোরের ইঞ্জিনিয়াররা দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্তরে সেতু, রাস্তা এবং বিভিন্ন অবকাঠামো নির্মাণে দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে।”
তিনি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব ইঞ্জিনিয়ার্সের সকল বীর মুক্তিযোদ্ধাকে স্মরণ করে বলেন, “তারা স্বাধীনতার জন্য অকাতরে জীবন বিসর্জন দিয়েছেন। আমরা বাংলাদেশ সেনাবাহিনী এই কোরের জন্য গর্বিত।”
সেনাপ্রধানের ভাষ্য, সততা, সত্যনিষ্ঠা এবং কর্তব্যবোধে ব্রতী হয়ে কোর অব ইঞ্জিনিয়ার্স উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে সেনাপ্রধানকে কোর অব ইঞ্জিনিয়ার্সের ৯ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়। পরবর্তীতে বার্ষিক অধিনায়ক সম্মেলনে কোরের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, সকল ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডার এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।