October 27, 2025, 4:58 am
Headline :

গুমের মামলায় ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল

গুমের মামলায় ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল

নিজস্ব প্রতিবেদক,

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ (রোববার, ২৬ অক্টোবর) একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে গুমের মামলায় হাজির করা হয়েছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে।

ট্রাইব্যুনালে প্রসিকিউশন এই মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে আদালতকে অবহিত করতে পারে বলে জানা গেছে।

এছাড়া একই ট্রাইব্যুনালে আজ আরও একটি আলোচিত মামলার সাক্ষ্যগ্রহণ চলছে—অভ্যুত্থান চলাকালে চানখারপুলে শহীদ আনাসসহ ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ সদস্যের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার ২০তম সাক্ষী আজ জবানবন্দি দিচ্ছেন।

এর আগে, ১৬ অক্টোবর মামলাটির দ্বিতীয় দিনের শুনানিতে সাক্ষ্য দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মামলায় ইতোমধ্যে শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল গ্রেপ্তার হয়েছেন। অন্যদিকে, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ চক্রবর্তী, রমনা জোনের ডিসি আকতার ও এসি ইমরুল পলাতক রয়েছেন।

এছাড়া রোববারই আরেকটি মামলার শুনানি অনুষ্ঠিত হচ্ছে—জুলাই অভ্যুত্থানে ফার্মগেইটে শহীদ গোলাম নাফিস হত্যা মামলা। এই মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কেও প্রসিকিউশন ট্রাইব্যুনালকে অবহিত করবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page