নিজস্ব প্রতিবেদক,
রাজধানীর পল্টন থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আলোচিত ‘পর্ন তারকা’ যুগল মুহাম্মদ আজিম ও বৃষ্টি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রোববার (২৬ অক্টোবর) পাঁচ দিনের রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই মিজানুর রহমান তাদের আদালতে হাজির করেন। তিনি জানান, আসামিরা স্বেচ্ছায় দোষ স্বীকার করতে রাজি হন এবং আদালতে জবানবন্দি দিতে সম্মতি জানান।
ঢাকার মহানগর হাকিম জুয়েল রানা আজিমের এবং অপর মহানগর হাকিম মেহেরা মাহাবুব বৃষ্টির জবানবন্দি নথিবদ্ধ করেন।
প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান বলেন, জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত মঙ্গলবার (২১ অক্টোবর) তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন মহানগর ম্যাজিস্ট্রেট জুয়েল রানা।
বান্দরবান থেকে গ্রেফতার
গত ১৯ অক্টোবর দিবাগত রাতে বান্দরবানের রোয়াংছড়ি বাস স্টেশন সংলগ্ন হাজী পাড়া এলাকার একটি ছয়তলা ভবনের ফ্ল্যাট থেকে আজিম ও বৃষ্টিকে গ্রেফতার করে সিআইডি।
তদন্ত সূত্রে জানা গেছে, তারা বান্দরবানে ফল ব্যবসার কথা বলে ওই ফ্ল্যাটটি ভাড়া নেন। স্থানীয়দের সঙ্গে তাদের তেমন কোনো যোগাযোগ ছিল না, এবং খুব কমই বাইরে যেতেন।
ভিডিও তৈরি ও অনলাইন প্রচার
পুলিশের দাবি, এই যুগল পর্ন ভিডিও তৈরি করে তা বিভিন্ন আন্তর্জাতিক পর্ন সাইটে আপলোড করতেন। ২০২৪ সালের মে মাসে তাদের নামে একটি টেলিগ্রাম চ্যানেল খোলা হয়, যেখানে কয়েক হাজার সদস্য ছিল। সেখানে তারা নিয়মিত নতুন ভিডিওর লিংক, আয় সংক্রান্ত স্ক্রিনশট এবং অন্যদের পর্ন ভিডিও তৈরি করতে উৎসাহমূলক বার্তা শেয়ার করতেন।
এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। মামলার তদন্ত এখন সিআইডির হাতে রয়েছে।