নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “এখন রাস্তায় আন্দোলন নয়। জনগণের কাছে আমাদের যেতে হবে। আমরা হিংসাপরায়ণ বা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারবো না।”
রোববার গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “পরস্পরের সঙ্গে সম্পর্ক নষ্ট করে রাজনীতি করলে পুরনো কালচার ফিরিয়ে আনা হবে, যা আমরা চাই না। আজ আমরা এখানে বসে ভবিষ্যৎ বাংলাদেশের কথা ভাবছি এবং আগামী নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্য নিয়েই কাজ করছি।”
খসরু উল্লেখ করেন, “১৬ বছরের সংগ্রামের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য যুদ্ধ করেছি। হাসিনা চলে যাওয়ার পরও ১৪ মাস অতিক্রম হয়েছে, কিন্তু গণতান্ত্রিক অর্ডার এখনও পুরোপুরি ফিরে আসেনি। এজন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করেছি।”
তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে সহনশীল হতে হবে। একে অপরের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, দ্বিমত পোষণ করলেও মতকে শ্রদ্ধা জানাতে হবে। খসরু বলেন, “আমাদের পারস্পরিক সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে, যাতে বৈষম্য ও বিভেদের পরিবর্তে সহমতের মাধ্যমে পরিবর্তন আসতে পারে।”
তিনি আরও জানান, “প্রত্যেক দলের নিজস্ব দর্শন ও রূপরেখা রয়েছে। আলাদা দল থাকায় জনগণের কাছে সেই ম্যান্ডেট নিয়ে যাবে এবং নির্বাচিত সংসদের মাধ্যমে পরিবর্তন আনবে। সমস্ত পরিবর্তন রাতারাতি আসবে না, এগুলোকে আলোচনার মাধ্যমে ধীরে ধীরে বাস্তবায়ন করতে হবে।”