নিজস্ব প্রতিবেদক :
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ সরকার প্রথমবার সরকার-টু-সরকার (G2G) পদ্ধতিতে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে।
খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এর প্রথম চালান হিসেবে আজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে ৫৬,৯৫৯ মেট্রিক টন গমবাহী জাহাজ পৌঁছেছে।
মন্ত্রণালয় জানায়, জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হবে।
প্রথম চালানে থাকা ৫৬,৯৫৯ মেট্রিক টনের মধ্যে ৩৪,১৭০ মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে খালাস করা হবে, আর বাকি ২২,৭৮৯ মেট্রিক টন গম মোংলা বন্দরে পৌঁছে দেওয়া হবে।