January 10, 2026, 7:51 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

পূর্ণিমার ডিভোর্স গুঞ্জন, ববির বিয়ে নিয়ে তোলপাড় বিনোদনপাড়া

পূর্ণিমার ডিভোর্স গুঞ্জন, ববির বিয়ে নিয়ে তোলপাড় বিনোদনপাড়া

বিনোদন ডেস্ক:

ঢালিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী পূর্ণিমা ও ইয়ামিন হক ববিকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে ডিভোর্স ও বিয়ের গুঞ্জন। একদিকে পূর্ণিমার দাম্পত্যে ভাঙনের খবর, অন্যদিকে ববির গোপন বিয়ের আলোচনা—সব মিলিয়ে সরগরম নেটদুনিয়া।

নায়িকা পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমানের সম্পর্ক নিয়ে গুঞ্জনের শুরু হয় কিছুদিন আগে। ২০২২ সালে বেসরকারি চাকরিজীবী আশফাকুরের সঙ্গে পূর্ণিমার বিয়ে হয়। তবে সম্প্রতি তাদের একসঙ্গে কোনো ছবি দেখা যাচ্ছে না, যা ভক্তদের মনে প্রশ্ন জাগিয়েছে।

পূর্ণিমার এক ফেসবুক পোস্টে বিষয়টি আরও আলোচনার জন্ম দেয়। তিনি লেখেন, ‘মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।’ কে উদ্দেশ্য করে এই কথা বলেছেন—তা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে নানান বিশ্লেষণ।

তবে বুধবার সন্ধ্যায় পূর্ণিমা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। স্বামীর হাত ধরে একটি রেস্তোরাঁয় তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। অনেকেই মনে করছেন, গুঞ্জনের জবাব দিয়েছেন অভিনেত্রী। তবে বিচ্ছেদ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি পূর্ণিমা বা আশফাকুর রহমান কেউই।

নব্বইয়ের দশকের শেষ দিকে ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্র দিয়ে ঢালিউডে যাত্রা শুরু করেন পূর্ণিমা। তিন দশকের অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘চিরঞ্জীব মুজিব’।

অন্যদিকে, অভিনেত্রী ইয়ামিন হক ববির বিয়ের গুঞ্জন নিয়েও সমান সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। শোনা যায়, এক ব্যবসায়ীকে গোপনে বিয়ে করেছেন তিনি। সেই ব্যবসায়ী পুলিশের হাতে গ্রেপ্তার হলে কিছু সংবাদমাধ্যমে তাকে ববির ‘কথিত স্বামী’ হিসেবে উল্লেখ করা হয়।

তবে বিয়ের খবর অস্বীকার করে ববি জানান, ওই ব্যবসায়ীকে তিনি বিয়ে করেননি। একই সঙ্গে অভিনেতা সাকিব সনেটের সঙ্গে সম্পর্ক ভাঙার কথাও স্বীকার করেছেন। ববি স্পষ্ট করে বলেন, তিনি এখন কারও সঙ্গে সম্পর্কে নেই এবং নতুন কোনো সম্পর্কে জড়ানোর পরিকল্পনাও নেই।

বিনোদন দুনিয়ার আলোচিত এই দুই তারকাকে ঘিরে গুঞ্জন থামলেও, দর্শকের কৌতূহল কিন্তু এখনো কমেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *