October 27, 2025, 7:32 am
Headline :
হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় বাস খাদে উল্টে নিহত ১, আহত ২০ জলাভূমি ও দেশীয় মাছ বাঁচাতে রাজশাহীতে জেলেদের মানববন্ধন বাবা ঘুমাচ্ছে মা, তুমি কান্না করো না’— দাফন শেষে আহাজারিতে ভারী কালামের বাড়ি সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বৃহস্পতিবার ইসির সঙ্গে ৩১ মন্ত্রণালয়ের বৈঠক ডিএমএফ অ্যাওয়ার্ড পেলেন খান শান্ত কালামের সুখের সংসার এক মুহূর্তেই তছনছ সাভারে থুতু নিয়ে সংঘর্ষ, ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ সোনাইমুড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীকে গলা কেটে হত্যা, সহপাঠী আটক এ যেন এক অভিশপ্ত মাস, ২৩ দিনে ঝরে গেলো জবির পাঁচ শিক্ষার্থীর প্রাণ দেশের ২৪ ব্যাংকের মূলধন ঘাটতি দেড় লাখ কোটি টাকার বেশি

পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ পেলেন পিসিবিতে নতুন দায়িত্ব

স্পোর্টস ডেস্ক :
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সম্প্রতি এক চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছে। টেস্টে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদকে এবার পিসিবির ‘ইন্টারন্যাশনাল ক্রিকেট ও প্লেয়ার্স অ্যাফেয়ার্স’ বিভাগের কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার পিসিবি এই নিয়োগের খবর নিশ্চিত করে। দেশটির সংবাদমাধ্যম জিও সুপার জানায়, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের সঙ্গে একটি মধ্যাহ্ন ভোজের সময় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি শান মাসুদকে নতুন দায়িত্বের কথা জানিয়েছেন। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তবে ওই সময় স্পষ্টভাবে তার দায়িত্বের সীমা উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, শান মাসুদের নিয়োগের আগে এই দায়িত্বে ছিলেন উসমান ওয়াহলা। তবে ভারত-পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক না দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সঙ্গে সঠিক সমন্বয় করতে ব্যর্থ হওয়ায় ওয়াহলাকে বরখাস্ত করা হয়। সূত্র জানিয়েছে, এশিয়া কাপ চলাকালে উসমান ওয়াহলার এই ব্যর্থতার কারণে পিসিবি উর্ধ্বতন কর্তৃপক্ষ খুবই হতাশ ছিলেন।

এশিয়া কাপের হ্যান্ডশেক বিতর্ক প্রসঙ্গে জানা গেছে, পাকিস্তানের অধিনায়ক সালমান আলি ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলাননি। এতে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে নিয়ে বিরোধ সৃষ্টি হয়। পাকিস্তান ওই ঘটনায় আইসিসি ও মেরিলবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)-এর কাছে আনুষ্ঠানিক নোটিশ পাঠাতে চেয়েছিল। যদিও শেষ পর্যন্ত নাটকীয়ভাবে বিষয়টি মীমাংসিত হয়।

ভারত-পাকিস্তানের হ্যান্ডশেক বিতর্ক এখনও অব্যাহত। পুরো টুর্নামেন্টে তিনবার মুখোমুখি হওয়ার পর প্রতিবারই জয় এসেছে ভারতের। এশিয়া কাপের ফাইনালে শিরোপা জেতার পর ভারতীয় দলের পক্ষ থেকে পিসিবি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতির কাছ থেকে ট্রফি গ্রহণে কিছু নাটকীয়তা দেখা যায়। পরে ভারতীয় অধিনায়ককে ট্রফি নেওয়ার জন্য শর্ত দিতে হয় নাকভিকে, যা নিয়ে কিছুটা সময় কাণ্ড ঘটেছে। শান মাসুদের এই নিয়োগকে পিসিবি ও পাকিস্তান ক্রিকেটের জন্য মৌলিক পরিবর্তন ও নতুন দিশা হিসেবে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page