স্পোর্টস ডেস্ক :
২০২৬ সালের বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আর্জেন্টিনা প্রীতি ম্যাচে মাঠে নামছে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলটি আগামী ১৪ নভেম্বর আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় একটি ম্যাচ খেলবে। বিষয়টি শুক্রবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সামাজিক মাধ্যমে ঘোষণা করেছে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আর্জেন্টিনা দুটি প্রীতি ম্যাচ খেলবে, তবে উপযুক্ত প্রতিপক্ষ না পাওয়ায় একটি ম্যাচই আয়োজন করা হবে। ম্যাচটি হবে আফ্রিকার মাটিতে, কিন্তু দলের প্রস্তুতি ক্যাম্প হবে স্পেনে। ম্যাচ শেষে ১৮ নভেম্বর পর্যন্ত ইউরোপে অনুশীলন চালাবে দল।
প্রতি ম্যাচে বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি খেলোয়াড়দের ফর্ম যাচাই ও দলকে ভারসাম্যপূর্ণ রাখার জন্য পরীক্ষা চালাবেন। ২০২২ সালের বিশ্বকাপের দলে থাকা অনেক খেলোয়াড় অবসর নিয়েছেন, আবার কয়েকজন অনিয়মিত। স্কালোনি মেসির ওয়ার্কলোড কমিয়ে বা প্রয়োজনমতো ম্যাচে রাখার পরিকল্পনাও করতে পারেন।
এর আগে আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রে মেক্সিকো ও হন্ডুরাসের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এছাড়া আগামী বছর ‘ফিনালিসিমা’তে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।