October 27, 2025, 7:36 am
Headline :
হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় বাস খাদে উল্টে নিহত ১, আহত ২০ জলাভূমি ও দেশীয় মাছ বাঁচাতে রাজশাহীতে জেলেদের মানববন্ধন বাবা ঘুমাচ্ছে মা, তুমি কান্না করো না’— দাফন শেষে আহাজারিতে ভারী কালামের বাড়ি সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বৃহস্পতিবার ইসির সঙ্গে ৩১ মন্ত্রণালয়ের বৈঠক ডিএমএফ অ্যাওয়ার্ড পেলেন খান শান্ত কালামের সুখের সংসার এক মুহূর্তেই তছনছ সাভারে থুতু নিয়ে সংঘর্ষ, ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ সোনাইমুড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীকে গলা কেটে হত্যা, সহপাঠী আটক এ যেন এক অভিশপ্ত মাস, ২৩ দিনে ঝরে গেলো জবির পাঁচ শিক্ষার্থীর প্রাণ দেশের ২৪ ব্যাংকের মূলধন ঘাটতি দেড় লাখ কোটি টাকার বেশি

জুলাই সনদ যেন প্রতারণার বস্তু না হয়: এনসিপি

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে সতর্কতা প্রকাশ করেছে। দলের সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “জুলাই সনদ যেন কোনো দলের চাপে পড়ে প্রতারণার বস্তু না হয়।”শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। জুলাই সনদের বাস্তবায়নে স্বচ্ছতার দাবি আখতার হোসেন বলেন, জুলাই সনদের বাস্তবায়নের ক্ষেত্রে জনগণকে পরিষ্কার ধারণা দিতে হবে।

“সনদ বাস্তবায়নের আদেশের খসড়া ও এর পরিধি জনগণের সামনে প্রকাশ করতে হবে। স্পষ্টভাবে জানাতে হবে—কীভাবে এটি কার্যকর হবে। সবকিছু দেখেই এনসিপি সিদ্ধান্ত নেবে, সনদে স্বাক্ষর দেবে কি না,”
বলেন এনসিপির এই নেতা। রাজনৈতিক বিভাজন নিয়ে উদ্বেগ এনসিপি সদস্য সচিব অভিযোগ করেন, জুলাই সনদ নিয়ে এখন রাজনৈতিক দলগুলো দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে।

“আমরা লক্ষ্য করেছি, অনেক দল সনদে স্বাক্ষর করলেও কেউ সেটি মুছে ফেলার সুযোগ খুঁজছে, কেউ আবার বাস্তবায়ন ভেস্তে দেওয়ার চেষ্টা করছে,” বলেন তিনি,সংকট নিরসনে পূর্ণ বাস্তবায়নের আহ্বান আখতার হোসেন মনে করেন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নই দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ। “আমরা মনে করি, জুলাই সনদের যথাযথ বাস্তবায়ন ছাড়া সংকট নিরসন সম্ভব নয়। সনদ যেন কারও স্বার্থের বলি না হয়, সে বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনকে আমরা স্পষ্টভাবে জানিয়েছি,”
যোগ করেন এনসিপির এই সদস্য সচিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page