ক্রীড়া প্রতিবেদক :
আসন্ন এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের আগে প্রস্তুতি হিসেবে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই ম্যাচে মাঠে দেখা যাবে দলের ইংল্যান্ড-প্রবাসী তারকা হামজা চৌধুরীকে।
আগামী ১৩ নভেম্বর রাত ৮টায় রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রীতি ম্যাচ। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও সাবেক তারকা ফুটবলার ইকবাল হোসেন। তিনি বলেন, “এটা নিশ্চিত যে ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আগে আফগানিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচে খেলবে হামজা চৌধুরী। তার ক্লাবের সঙ্গে ইতোমধ্যেই কথা হয়েছে।”
তবে হামজা ঠিক কবে ঢাকায় পৌঁছাবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সময়সূচি নির্ধারিত হয়নি, বলে জানিয়েছেন ইকবাল।
বাংলাদেশ দল বর্তমানে এশিয়ান কাপের প্রস্তুতি ক্যাম্পে অনুশীলন করছে। আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচকে সামনে রেখে দলটি চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে।