October 27, 2025, 10:10 am
Headline :
জায়েদ খানের বিয়ের গুঞ্জন: সত্যি নাকি শুধু আলোচনার বিষয়? আর্জেন্টিনার সংসদ নির্বাচনে প্রেসিডেন্ট মাইলির দলের বিপুল জয় সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে বসছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ঐক্যের বার্তা সালাহউদ্দিন আহমদের ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাব বাংলাদেশে সীমিত উপকূলে হালকা বৃষ্টির সম্ভাবনা জানাল আবহাওয়া অধিদপ্তর হবিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা বাস উল্টে নিহত ১, আহত অন্তত ৩০ হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় বাস খাদে উল্টে নিহত ১, আহত ২০ জলাভূমি ও দেশীয় মাছ বাঁচাতে রাজশাহীতে জেলেদের মানববন্ধন বাবা ঘুমাচ্ছে মা, তুমি কান্না করো না’— দাফন শেষে আহাজারিতে ভারী কালামের বাড়ি সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বৃহস্পতিবার ইসির সঙ্গে ৩১ মন্ত্রণালয়ের বৈঠক

দেশে এক কোটি ৭০ লাখ শিশুকে দেওয়া হলো টাইফয়েড টিকা

 বাসস:

সারা দেশে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী এক কোটি ৭০ লাখ শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হয়েছে। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে এই টিকাদান কর্মসূচি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইপিআই, ইউনিসেফ বাংলাদেশ এবং স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে আয়োজিত এক সভায় এ তথ্য জানানো হয়। সভায় টাইফয়েড টিকাদান কর্মসূচির অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় বলা হয়, বাংলাদেশে ১ মাস থেকে ১৫ বছরের কম বয়সি শিশুরাই টাইফয়েডে সবচেয়ে বেশি আক্রান্ত হন। ২০২১ সালের একটি সমীক্ষায় দেখা গেছে, দেশে টাইফয়েডে আক্রান্ত হয়ে ৮ হাজারের বেশি মৃত্যু হয়েছে, যার মধ্যে প্রায় ৬ হাজার শিশুর বয়স ছিল ১৫ বছরের নিচে। দূষিত পানি ও অস্বাস্থ্যকর খাবার টাইফয়েডের প্রধান কারণ।

ইপিআই অ্যান্ড সারভিলেন্স উপ-পরিচালক ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ জানান, সরকার এই টিকাদান কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করছে এবং দেশের টিকাদানে অর্জিত সাফল্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

বক্তারা জানান, বর্তমান সরকার ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’ এর আওতায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানসহ শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৪ কোটি ৯০ লাখ শিশুকে এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন বিনামূল্যে দেবে। এই কার্যক্রম ১২ অক্টোবর থেকে শুরু হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান সভাপতিত্ব করেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর ও ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেসেন্টেটিভ দপিকা শর্মা বিশেষ অতিথি ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page