স্পোর্টস ডেস্ক :
তাওহীদ হৃদয় যখন একপ্রান্তে লড়াই করে যাচ্ছিলেন, তখন অপরপ্রান্তে নাজমুল হোসেন শান্ত ছিলেন বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে। শুরু থেকেই বলের ওপর চড়াও হতে চেয়েছেন তিনি, খেলেছেন কয়েকটি দৃষ্টিনন্দন শটও। তবে ভাগ্যও ছিল তার পক্ষে—দুইবার জীবন পেয়েছেন তিনি।
প্রথমে ক্যাচ মিস, পরে রান আউটের সুযোগ হাতছাড়া—দুইবারই রক্ষা পান শান্ত। কিন্তু সেই সুযোগগুলোর সদ্ব্যবহার করতে পারেননি তিনি। ফিফটির পথে এগোতে এগোতেই থেমে যায় তার ইনিংস। অর্ধশতক স্পর্শ করার আগেই বিদায় নিতে হয় এই বাঁহাতি ব্যাটারকে।
ফলে দুইবার রক্ষা পেয়েও শেষ পর্যন্ত ইনিংস বড় করতে ব্যর্থ হন শান্ত, হতাশ করেন নিজে যেমন, দলকেও।