স্পোর্টস ডেস্ক :
এশিয়া কাপের মাঝপথে পাঁজরের চোটে পড়ে দল থেকে ছিটকে গিয়েছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। সেই চোটের কারণে তিনি খেলতে পারেননি টুর্নামেন্টের শেষ দুই ম্যাচ, এরপর আফগানিস্তান সফর এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজও মিস করেছেন।
তবে সুখবর—পুরোপুরি চোটমুক্ত হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। জানা গেছে, আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই মাঠে ফিরবেন লিটন।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৬, ২৮ ও ৩১ অক্টোবর। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।
ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আজ অনুষ্ঠিত হওয়ার পর শুক্রবার (২৪ অক্টোবর) বাংলাদেশ দল যাবে চট্টগ্রামে। তবে লিটন দাস ও শরিফুল ইসলাম ইতিমধ্যে আজই চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছেন। যদিও এখনো টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লিটনের সঙ্গে ফিরছেন আরেক ইনজুরিতে থাকা পারভেজ হোসেন ইমনও। কাঁধের চোট কাটিয়ে ফিরছেন তিনি; ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ছিলেন না এই ওপেনার।
এর আগে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। তবে ওয়ানডে ফরম্যাটে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি মেহেদী হাসান মিরাজের দল। বর্তমানে সিরিজ ১-১ সমতায়, আজই সিরিজ নির্ধারণী ম্যাচ।
লিটনের ফেরায় আশা জেগেছে দলের ব্যাটিং লাইনআপে নতুন গতি আসবে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে।