নিজস্ব প্রতিবেদক :
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বুধবার (২২ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বলেন, ১৯৭১ সালের পাশাপাশি ১৯৪৭ সাল থেকে বর্তমান পর্যন্ত জামায়াতে ইসলামীর কারণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তাদের প্রতি দলটির পক্ষ থেকে তিনি বিনা শর্তে ক্ষমা চেয়েছেন।
ডা. শফিকুর রহমান জানান, জামায়াতে ইসলামী ইতোমধ্যে কমপক্ষে তিনবার ক্ষমা জানিয়েছে — প্রফেসর গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামী এবং তিনি নিজেও। তিনি আরও বলেন, সম্প্রতি এটিএম আজহারুল ইসলামের মুক্তির পর এই ক্ষমাপ্রার্থনা ব্যক্ত করেন।
জামায়াত আমির বলেন, “আমরা মানুষ, ভুল করতেই পারি। আমাদের মধ্যে একশটির মধ্যে ৯৯টা ঠিক থাকতে পারে, কিন্তু একটা ভুল সিদ্ধান্ত জাতির জন্য ক্ষতিকর হলে আমি সেই জন্য ক্ষমা চাওয়ায় দ্বিধা বোধ করি না।” তিনি ক্ষমা চাওয়ার পরে নানা ভাষাগত বা শর্তযুক্ত দাবি নিয়ে আলোচনা করাকে ‘অযথা যন্ত্রণা’ হিসেবে উল্লেখ করেন এবং স্পষ্ট করেন যে তিনি বিনা শর্তে ক্ষমা চেয়েছেন। সেই সঙ্গে তিনি পুনরায় প্রকাশ্যে বলেন, ১৯৪৭ থেকে ২০২৫ সালের ২২ অক্টোবর পর্যন্ত জামায়াতের কারণে যারা কষ্ট পেয়েছেন, তাদের কাছে তিনি বিনা শর্তে ক্ষমা প্রার্থনা করছেন।
মতবিনিময় সভায় জামায়াত আমির জাতীয় সংসদ নির্বাচনের আগেই পিআর (জনগণনায়ক) ও বিভিন্ন ইস্যুতে গণভোটের দাবি করেন। তিনি বলেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা থাকা উচিত নয়।জামায়াত ক্ষমতায় এলে সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার সুরক্ষায় তারা কাজ করবে বলেও আশ্বাস দেন তিনি।ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান জানান, জামায়াত সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চায়।