বিনোদন ডেস্ক:
বাংলাদেশের সংগীত জগতের প্রখ্যাত নগরবাউল শিল্পী মাহফুজ আনাম জেমস চার মাস আগে বাবা হয়েছেন। সদ্যই তিনি সংবাদমাধ্যমকে এই সুখবর জানিয়েছেন।
জেমসের প্রথম সন্তান জিবরান আনাম এই বছরের জুনে যুক্তরাষ্ট্রের হান্টিংটন হাসপাতালে জন্মগ্রহণ করে। সন্তানের জন্মের সঙ্গে সঙ্গে জেমস জানিয়েছেন, বাবা হওয়ার অনুভূতি “অসাধারণ, ভাষায় প্রকাশের মতো নয়” এবং সবাইকে সন্তানের ও মায়ের জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।
জেমস ২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন। বিয়ের পর তিনি নামিয়ার সঙ্গে ‘আনাম’ যোগ করে নাম বদলান— নামিয়া আনাম। জেমসের প্রথম স্ত্রী ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী রথি, যাদের বিবাহবিচ্ছেদ ২০০৩ সালে ঘটে। দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদ ছিলেন, যাদের সঙ্গে ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ হয়।
নতুন সংসারী নামিয়া যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন এবং জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক হয়েছেন। জেমসের সঙ্গে তাদের পরিচয় লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে ২০২৩ সালে, এবং এক বছরের পরিচয়ের পর ২০২৪ সালের ১২ জুন ঢাকায় তাদের বিয়ে সম্পন্ন হয়।
জেমসের সন্তানদের সংখ্যা হলো— প্রথম সংসার থেকে একটি ছেলে ও একটি মেয়ে, দ্বিতীয় সংসার থেকে একটি মেয়ে, এবং নতুন সংসার থেকে প্রথম সন্তান জিবরান।