নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধাবোধ ও সহযোগিতা প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আজ সেনা সদস্যরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে বিচার প্রক্রিয়ার প্রতি যে শ্রদ্ধাবোধ দেখিয়েছেন, এবং সেনা প্রশাসন যেভাবে সহযোগিতা করেছে— তা অত্যন্ত প্রশংসনীয়। সেনাবাহিনীর পক্ষ থেকে আইনের শাসনের প্রতি যে আস্থা প্রকাশ পেয়েছে, সেটিকে আমরা ইতিবাচকভাবে দেখি।”
দিনের শুরুতে ১৫ জন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়, এবং পরবর্তীতে তাদের সাব-জেলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এই সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন করলে উপদেষ্টা বলেন, “সাব-জেলে কেন রাখা হয়েছে বা কোথায় রাখা হবে— এটি সম্পূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বের বিষয়। তারা যথাযথ মনে করলে সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন।”