নিজস্ব প্রতিবেদক :
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তাদের সভাপতি হিসেবে নিয়োগের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার (২২ অক্টোবর) এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত এ বিষয়ে দুই মাসের জন্য অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেন এবং পাশাপাশি রুল জারি করে জানতে চান— কেন সংশ্লিষ্ট প্রজ্ঞাপনটি অবৈধ ঘোষণা করা হবে না।
প্রেক্ষাপট :
চলতি বছরের আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ সংশোধন করে। সংশোধিত প্রবিধানে বলা হয়, এসব প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতির পদে শুধুমাত্র সরকারি কর্মকর্তারা নিযুক্ত হতে পারবেন। একই সঙ্গে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশোধিত নীতিমালার আলোকে নতুন কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী অ্যাডভোকেট মোকছেদুর রহমান (আবির)।
আদালতের পর্যবেক্ষণ ও আদেশ :
রিটের শুনানিতে হাইকোর্ট বলেন, প্রজ্ঞাপনটি দুই মাসের জন্য স্থগিত থাকবে। এর ফলে ৩০ নভেম্বরের মধ্যে সরকারি কর্মকর্তাদের সভাপতি হিসেবে নিযুক্ত করার যে নির্দেশ ছিল, তা আপাতত কার্যকর হবে না।
পরবর্তী পদক্ষেপ :
আদালতের জারি করা রুলে শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত শুনানি শেষে পরবর্তী নির্দেশনা দেবেন আদালত।