October 27, 2025, 12:41 pm
Headline :
শুধুমাত্র কিছু আসনের জন্য এনসিপি জোট করবে না: সারজিস আলম প্রাথমিকের পাঁচ ক্যাটাগরিতে ১৬৪ পদে নিয়োগের ফল প্রকাশ বিএনপি তিন বছর আগে থেকেই সংস্কার প্রক্রিয়া শুরু করেছে: মঈন খান নির্বাচনের প্রস্তুতি ৯০-৯৫ শতাংশে: ইসি সচিব যুক্তরাষ্ট্রে ‘বেজবাবা’ সুমনের সঙ্গে মঞ্চ মাতালেন আসিফ আকবর পেশোয়ার বিশ্ববিদ্যালয়ে ৯টি বিভাগ বন্ধ, কম শিক্ষার্থী ভর্তির কারণে জাপানে এক লাখ দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের অগ্রগতি: প্রধান উপদেষ্টার সঙ্গে এনবিসিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ কিবরিয়ার ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ, টাকার অঙ্ক ৩৮ লাখের বেশি ঢাবির জহুরুল হক হলে ধূমপান নিষিদ্ধ, মাদক সেবনে বহিষ্কার বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমানো হবে: আমীর খসরু

শাহজালাল বিমানবন্দরের আগুন: ‘সূত্রপাত হয়েছে ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে’ — বেবিচক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুনের সম্ভাব্য সূত্র হিসেবে ইমপোর্ট কুরিয়ার সেকশনকে চিহ্নিত করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় বেবিচকের সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “আমরা এখনো নিশ্চিত নই, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে আগুনের সূত্রপাত হয়েছে ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে। বিষয়টি খতিয়ে দেখতে একাধিক সংস্থা তদন্তে নেমেছে। চূড়ান্ত প্রতিবেদনেই প্রকৃত কারণ জানা যাবে।”

বিমান চলাচলে বিঘ্ন, তবে যাত্রীরা পৌঁছেছেন গন্তব্যে :
আগুন লাগার সময় নিরাপত্তাজনিত কারণে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়। এই সময়ের মধ্যে অন্তত ১৫টি ফ্লাইট অন্য রুটে পাঠানো হয় বলে জানান বেবিচক চেয়ারম্যান। তবে তিনি আশ্বস্ত করেন, “যত যাত্রী আটকে পড়েছিলেন, তাদের সবারই বিকল্প ব্যবস্থায় পরদিন (২২ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে নির্ধারিত গন্তব্যে পাঠানো হয়েছে।”

তদন্তে একাধিক সংস্থা:
আগুনের ঘটনার পর থেকেই বিমানবন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে তদন্তে নেমেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় করে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page