January 13, 2026, 1:34 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

শাহজালাল বিমানবন্দরের আগুন: ‘সূত্রপাত হয়েছে ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে’ — বেবিচক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুনের সম্ভাব্য সূত্র হিসেবে ইমপোর্ট কুরিয়ার সেকশনকে চিহ্নিত করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় বেবিচকের সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “আমরা এখনো নিশ্চিত নই, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে আগুনের সূত্রপাত হয়েছে ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে। বিষয়টি খতিয়ে দেখতে একাধিক সংস্থা তদন্তে নেমেছে। চূড়ান্ত প্রতিবেদনেই প্রকৃত কারণ জানা যাবে।”

বিমান চলাচলে বিঘ্ন, তবে যাত্রীরা পৌঁছেছেন গন্তব্যে :
আগুন লাগার সময় নিরাপত্তাজনিত কারণে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়। এই সময়ের মধ্যে অন্তত ১৫টি ফ্লাইট অন্য রুটে পাঠানো হয় বলে জানান বেবিচক চেয়ারম্যান। তবে তিনি আশ্বস্ত করেন, “যত যাত্রী আটকে পড়েছিলেন, তাদের সবারই বিকল্প ব্যবস্থায় পরদিন (২২ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে নির্ধারিত গন্তব্যে পাঠানো হয়েছে।”

তদন্তে একাধিক সংস্থা:
আগুনের ঘটনার পর থেকেই বিমানবন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে তদন্তে নেমেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় করে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *